ইশরাককে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন

আজও নগর ভবনের ফটকে তালা, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৩ জুন, ২০২৫, ১২:১৬ পিএম | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ১২:০৬ পিএম
আজও নগর ভবনের ফটকে তালা, চরম ভোগান্তিতে নগরবাসী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে টানা আন্দোলন করছে তার সমর্থকরা। এই দাবিতে নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর ফলে টানা মঙ্গলবার (৩ জুন) পর্যন্ত সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। নাগরিক সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে শুরু হওয়া এই আন্দোলনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা–কর্মী, ইশরাক হোসেনের সমর্থক এবং করপোরেশনের কিছু কর্মচারী। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আন্দোলন আবারও শুরু হয় এবং চলমান অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের সব ফটকেই তালা ঝুলছে।

দীর্ঘ ২১ দিন ধরে চলমান এই অবরোধের কারণে করপোরেশনের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ফটক তালাবদ্ধ থাকায় অনেক কর্মকর্তা অফিসেই আসছেন না। কার্যত এক ধরনের অঘোষিত ছুটি চলছে করপোরেশনে। ফলে নাগরিকদের প্রয়োজনীয় সেবা বন্ধ রয়েছে। শুধু পরিচ্ছন্নতা বিভাগ সীমিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিএনপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা নানা শ্লোগান দিচ্ছেন। তাদের দাবি, উচ্চ আদালতের রায়ের পরও ইশরাক হোসেনকে শপথ পড়াতে দেরি করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যা 'চরম ধৃষ্টতা'।

তারা অভিযোগ করছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ষড়যন্ত্রেই আটকে আছে এই প্রক্রিয়া। সেই সঙ্গে পদত্যাগ দাবি করেছেন তথ্য উপদেষ্টারও।

এই আন্দোলনের প্রভাবে প্রতিদিনই অনেক মানুষ সিটি করপোরেশনের বিভিন্ন সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। জন্মসনদ, ট্রেড লাইসেন্স, কর পরিশোধসহ বহু প্রয়োজনীয় দাপ্তরিক কাজ থমকে আছে। নগরবাসী বলছে, রাজনৈতিক অচলাবস্থার দায় তারা নিতে পারে না, অথচ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরই।

অবস্থার দ্রুত সমাধান না হলে সেবার পরিধি আরও সংকুচিত হবে এবং নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে