ঈদুল আজহা উদযাপনের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে এবারও নিয়েছে বিশেষ প্রস্তুতি। এই প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার (৩ জুন) শুরু হয়েছে আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিটের অগ্রিম বিক্রি। আজ বিক্রি হচ্ছে আগামী ১৩ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি। যাত্রীসেবায় স্বচ্ছতা ও ডিজিটাল সহজলভ্যতা নিশ্চিত করতে এবারও শতভাগ টিকিট অনলাইনেই ছাড়া হচ্ছে।
ঈদ উপলক্ষে গৃহীত রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের পর ৭ দিনের ফিরতি যাত্রার জন্য প্রতি দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে নিচের সময়সূচি অনুসারে—
১। ৯ জুনের টিকিট ছাড়া হয়েছে ৩০ মে
২। ১০ জুনের টিকিট ছাড়া হয়েছে ৩১ মে
৩। ১১ জুনের টিকিট ছাড়া হয়েছে ১ জুন
৪। ১২ জুনের টিকিট ছাড়া হয়েছে ২ জুন
৫। ১৩ জুনের টিকিট ছাড়া হচ্ছে আজ মঙ্গলবার (৩ জুন)
৬। ১৪ জুনের টিকিট ছাড়া হবে বুধবার (৪ জুন)
৭। ১৫ জুনের টিকিট ছাড়া হবে বৃহস্পতিবার (৫ জুন)
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ব্যবস্থার আওতায় ক্রয়কৃত টিকিট যাত্রীরা কোনোভাবেই ফেরত দিতে পারবেন না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে কিনতে পারবেন। যদি একাধিক টিকিট কেনা হয়, তবে টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম যথাযথভাবে উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটিকে কেন্দ্র করে ট্রেনে বাড়তি চাপ দেখা দিয়েছে। ফিরতি যাত্রায়ও যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই এই আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।