গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: অর্ধশতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৩ জুন, ২০২৫, ০১:১০ পিএম | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০১:১০ পিএম
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ:  অর্ধশতাধিক আহত

গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গার্মেন্টসে শ্রমিক আত্মহত্যাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পুলিশি সহিংসতায় পরিণত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত অর্ধশতাধিক শ্রমিক ও পুলিশের কিছু সদস্য আহত হন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের দাবি অনুযায়ী, জিন্নাত নীটওয়্যার লিমিটেডের ২৫ বছর বয়সী এক শ্রমিক জাকির হোসেন ছুটি চাইতে গেলে কর্তৃপক্ষের কর্তব্যহীনতা ও দুর্ব্যবহারের শিকার হন। একই কারণে তিনি শ্রমিকদের অভিযোগ, বেতন কাটা হয় ও মানসিক নির্যাতন ও অপমান সহ্য করতে হয়। অবশেষে সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টসের আট তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন জাকির। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাকিরের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকরা প্রতিবাদ শুরু করেন এবং মঙ্গলবার (৩ জুন) সকালে বিক্ষোভ চলাকালীন পুলিশি বাধার মুখে পড়েন। শ্রমিকরা অভিযোগ করেন, পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে এবং শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালিয়েছিল। এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে, তবে গুলি বা টিয়ারসেল নিক্ষেপের বিষয়টি তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন। তবে গাজীপুর শিল্প পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

সংঘর্ষের পর এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ এখনও থামেনি, তবে পুলিশ বলছে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে