ভালুকায় দুইটি ব্যাটারী কারখানাকে ৭লাখ টাকা জরিমানা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০২:৩২ পিএম
ভালুকায় দুইটি ব্যাটারী কারখানাকে ৭লাখ টাকা জরিমানা

ভালুকায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ওয়ান শিয়াং গ্যালী ও শিং জুয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের দুইটি ব্যাটারী কারখানায় অভিযান চালিয়ে পরিবেশ দুষনের অপরাধে সাঁত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় গুরতর অপরাধের কারনে ওয়ান শিয়াং গ্যালী কারখানার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। ঘটনাটি ২জুন সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার হবিরবাড়ীর জামিরদিয়া ডুবালিয়া পাড়ায়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেট ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, চিনা দুইটি কারখানা দির্ঘদিন ধরে পরিবেশে মারাক্তক ক্ষতি করে ব্যাটারী তৈয়ার করে আসছে। এতে এলাকার পরিবেশের মারাক্তক ক্ষতি হয়েছে। যদি তারা এটিপি ও এটিপি সাউন্ড কন্স্যুলর ব্যবহার করে তবে তারা পুনরায় কারখানার কার্যক্রম শুরু করতে পারবে। পরিবেশ রক্ষায় অভিয়ান অব্যহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে পরিবেশ দূষণ অপরাধ আইনে সাত লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে ওয়ান শিয়াং (গ্যালি) ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরি'র কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশের সকল আইনকানুন মেনে এটিপি, এটিপি সাউন্ড কন্স্যুলর ব্যবহার করে পুনরায় তারা কার্যক্রম শুরু করবে এই মর্মে মুচলেকা দিয়েছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে