সেনাবাহিনীর হাতে ৪ চাঁদাবাজ আটক

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০২:৩৪ পিএম
সেনাবাহিনীর হাতে ৪ চাঁদাবাজ আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। সমবার সন্ধা ৬টার দিকে উপজেলার রানীগঞ্জ কুরবানীর গরুর-ছাগলের হাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত ব্যাক্তিরা দুটি শ্রমিক সংগঠনের সদস্য বলে জানা গেছে। তাদের নামে বহু অভিযোগ রয়েছে। আটক চারজন হলেন উপজেলার নুরপুর এলাকার মামুনুর রশিদ(৫০),দুদুমিয়া(৫৫), আব্দুল হাকিম(৫৭),ও ভাতছালা গ্রামের ্আযাহার আলী(৫৪)।  ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বিষয়টি নিশ্চিত করে বলেন,তারা সংগঠনের কথা বলে গরু-ছাগল পরিবহনের চালকের নিকট থেকে অবৈধভাবে দিনের পর দিন চাঁদা আদায় করে আসছিলো। তিনি আরও বলেন,আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে এ নজরদারী আরও বৃদ্ধি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে