গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০২:৩৫ পিএম
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গ্রাম সংলগ্ন মেঘনা  থেকে লাশটি উদ্ধার করা হয়।

গজারিয়া নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। 

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে