দীপশিখার আয়োজন

কাহারোলে Mapln CBR প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিত করন সভা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০২:৫৪ পিএম
কাহারোলে Mapln CBR  প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিত করন সভা

দিনাজপুরের কাহারোল উপজেলায় দীপশিখার আয়োজনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় লিলিয়ান ফন্ডস, লেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় গধঢ়ষহ ঈইজ প্রকল্প বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিত করন সভা অনুষ্ঠিত। ০২ জুন’২০২৫ সোমবার দুপুর ১২টায় কাহারোল উপজেলা হলরুমে দীপশিখার এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথের সভাপতিত্বে গধঢ়ষহ ঈইজ প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের কাহারোল উপজেলায় কাজ করছে এ ধরনের এনজির সংখ্যা খুবই কম। কাহারোল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা খুবই প্রয়োজন তাই প্রতিবন্ধীদের তথ্য সঠিক ভাবে সংগ্রহ করে তালিকা করে সঠিক ভাবে সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন এবং বলেন আপনারা দুই ইউনিয়নে যে বাজেট করেছেন তা যতেষ্ট নয় যদি সম্ভব হয় বাজেটি বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহরোল এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, সিডিসি প্রতিনিধি শৈলেন চন্দ্র রায় ও কৃষ্ণ চন্দ্র, দীপশিখা একাউন্ড এন্ড এ্যাডমিন অফিসার চৈতন্য কুমার সহ সিবিআর অফিসার ও ফ্যসিলিটেরগন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী নিতাই চন্দ্র রায়।

আপনার জেলার সংবাদ পড়তে