মুরাদকে সুস্থ্য জীবনে ফেরাতে সাহায্যের আবেদন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৩:০০ পিএম
মুরাদকে সুস্থ্য জীবনে ফেরাতে সাহায্যের আবেদন

প্রিয় পাঠক, হাসপাতালের বেডে শুয়ে অনিশ্চিত ভবিষ্যতের প্রখর গুনছেন বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের সবার পরিচিত মুখ কাজী মুরাদ। অতিসম্প্রতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুরাদের দুই পা এবং কোমরের হাড় ভেঙ্গে গেছে। বর্তমানে মুমূর্ষ অবস্থায় কাজী মুরাদ ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে মুরাদের তিনটি জটিল অপারেশন করাতে হবে। মাহিন্দ্রা চালক কাজী মুরাদ আর্থিকভাবে স্বচ্ছল না থাকায় শুধু অর্থাভাবে তার জটিল অপারেশনগুলো হচ্ছেনা। কাজী মুরাদের সু-চিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী, বর্তমান সরকার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। আপনার সামর্থ্য অনুযায়ী পাঠানো সাহায্য-ই পারে কাজী মুরাদকে সুস্থ্য জীবনে ফেরাতে। সাহায্য পাঠাবার ঠিকানা-বিকাশ নাম্বার: ০১৭৭৭-৪৩৩০০০। বিকাশ/রকেট/নগদ: ০১৭৩৪-০৯০৯০৮। অথবা ব্যাংক এ্যাকাউন্ট নাম : কাজী সফিকুল ইসলাম মুরাদ, এ্যাকাউন্ট নাম্বার-১২৭৭৩৪৮৫৯০৭৮৫, ডাচ্ বাংলা ব্যাংক, রেটিং নাম্বার-০৯০২৭০৬০৮, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক, ঢাকা।

আপনার জেলার সংবাদ পড়তে