আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে Touch ব্যান্ডের নতুন গান "দিলে দরদ"। ব্যান্ডটির ভোকাল লিজু বাউলা বললেন, দিলে দরদ গানটি একটি অসাম্প্রদায়িক চেতনার গান। বর্তমান সময়ে যে অস্থিরতা চলছে আশাকরি গানটি মানব মনে কিছুটা হলেও শান্তি যোগাবে।
কয়েক বছর আগে গানটি কাজ করা হয়েছিলো আমরা আবার নতুন করে সিনেমাটিক মিউজিক ভিডিও প্রকাশ করছি। দিলে দরদ একটা সময় উপযোগী গান। গানের কথা গুলো ভিষণ ভালো। গানটিতে মানবতার কথা বলা হয়েছে মানুষ ভোজার কথা বলা হয়েছে। আসলে ধর্ম যার যার আলাদা কিন্তু মানুষ কিন্তু সবার উর্ধে। আমরা মসজিদ, মন্দির, গির্জা তিনটি ধর্মীয় কালচার তুলে ধরেছি, এছাড়া পাহাড় ও নদীতে শুটিং করেছি। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় এটা তুলে ধরা হয়েছে। দেশের বাইরেও চায়নাতেও গানের শুটিং হয়েছে। গানটি লিখেছেন প্রয়াত মাইদুল ইসলাম মুক্তা টিউন করেছি আমি লিজু বাউলা এবং গানটি কম্পোজিশন করেছেন রাশেদ ইকবল রুশো, লিড গিটার - রুশো, লিড গিটার- রবিন, বেজ গিটার - দ্বীপ সাহা, ড্রামস- সুজন ভৌমিক। গানটির মিক্স মাস্টার করেছেন দুর্জয় রায়। গানটি ভিডিও প্রডাকশন করেছেন গড়সবহঃং কববঢ়বৎ. আসাকরি গানটি সকল শ্রেনী পেশার মানুষের ভালো লাগবে। সামনে জুলাই মাসে আরো দুটি গান উপহার দেবো দর্শকদের ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেনো ভালো ভালো গান উপহার দিতে পারি। ৫ জুন সন্ধ্যা থেকে খরলঁ ইধঁষধ পেইজে ও ণড়ঁঃঁনব এ গানটি পাওয়া যাবে।