চাঁদপুর শহরতলীর হোয়াট দা গেইট এলাকার স্যাটকো সিএনজি পাম্পের ভিতরে স্যাটকো ডেইরি ফার্মের নিজস্ব খামারে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে সরাসরি এবং অনলাইনে কুরবানীর পশু বিক্রি হচ্ছে। ২০টি গরুর মধ্যে ইতিমধ্যে অনলাইনে সাতটি গরু ও ৫টি ছাগল বিক্রি হয়েছে। স্কেলে পরিমাপ করে প্রতি কেজি ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা দরে কুরবানির গরু বিক্রি করা হয়। ইতিমধ্যে সাতটি গরুর মধ্যে বিক্রি হওয়া ৪২০ কেজি ওজনের একটি গরু বিক্রি হয় ২ লাখ ১০ হাজার টাকা।
এ তথ্য জানিয়েছেন চাঁদপুর স্যাটকো ডেইরি ফার্ম নিজস্ব খামারের ম্যানেজার মো. মনির হোসেন ও খামার পরিচালনার দায়িত্বে থাকা হাফেজ মো. রিয়াজুল হাসান।তারা জানান,
মানসম্মত উপায়ে স্যাটকো ডেইরি ফার্মের নিজস্ব খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনরকম অবৈধ বা কৃত্রিম মোটাতাজাকরন ঔষধ ছাড়া বেড়ে উঠা পালিত গরু কোরবানির জন্য বিক্রি করা হয়।
আমাদের খামার থেকে গরু ক্রয় করার সুবিধা সমূহ-
১। বাহির থেকে ক্রয়কৃত কোন ধরনের রেডি ফিড ব্যাবহার করা হয় না।
২। হরমোন ূ স্টেরয়েডূ ওষুধ বা কেমিক্যাল খাইয়ে মোটা বানানো হয় না।
৩। সম্পূর্ণ প্রাকৃতিক ফুড ম্যানেজমেন্ট যেমন ভুট্টার সাইলেজ ূকাচাঁঘাস আর দানাদার খাইয়ে আমাদের গরু অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয়।
৪। ঘাস খাওয়ার ফলে আমাদের গরুর মাংস ঢ়ৎবসরঁস ও উৎকৃষ্ট মানের যা নিয়ে আমরা আত্মবিশ্বাসী ।
৫। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে থাকি, গরুর শেড আমরা যথা সম্ভব পরিষ্কার রাখি কারন অপরিচ্ছন্নতা গরুর রোগের আধার।
৬। গরুর জন্য পর্যাপ্ত জায়গা থাকায়, গরু সুস্থ স্বাভাবিক ভাবে বড় হতে পারে, তাই আমাদের গরুর গ্রোথও ভাল।
জনসমাগম এড়িয়ে আমাদের খামারে এসে নিরাপদূ সুস্থ পরিবেশে সব কার্যক্রম নিজ চোখে দেখে আপনার পছন্দের গরুটি যাচাই বাছাই করে ক্রয় করার আমন্ত্রণ রইল!
তারা আরো জানান, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পেজে রহনড়ী অথবা ফোন করুন
স্যাটকো পোল্ট্রি ফিশারিজ ও ডেইরী ফার্ম (স্যাটকো সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন), খলিসাডুলি, বাবুরহাট, চাঁদপুর।
মোবাইল: ০১৮১৮-৬১৪৫৬০,০১৮৬২১৮৭৬৮৬।