১ জুলাই থেকে

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য শুরু হচ্ছে ‘বিশেষ সুবিধা’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৫:০০ পিএম
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য শুরু হচ্ছে ‘বিশেষ সুবিধা’

সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বদলে আসছে নতুন অর্থবছরের আর্থিক প্রণোদনা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার প্রেক্ষাপটে সরকার ঘোষণা দিয়েছে, আগামী ১ জুলাই (মঙ্গলবার) থেকে দেশের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ‘বিশেষ সুবিধা’র আওতায় আর্থিক সুবিধা পাবেন।

মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতনস্কেলে কর্মরত সরকারি-বেসামরিক, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা এ সুবিধা পাবেন। পেনশনভোগীরাও অন্তর্ভুক্ত থাকবেন এই সুবিধায়।

প্রজ্ঞাপন অনুসারে, বেতনগ্রেডভেদে মূল বেতনের উপর নির্ধারিত হারে ‘বিশেষ সুবিধা’ যুক্ত হবে।

গ্রেড ১ থেকে গ্রেড ৯ পর্যন্ত কর্মচারীরা তাদের প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে এই সুবিধা পাবেন।

গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মচারীদের জন্য এ হার ১৫ শতাংশ নির্ধারিত হয়েছে।

তবে এ সুবিধার ন্যূনতম পরিমাণ চাকরিরতদের জন্য ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কারা এই সুবিধার আওতায় থাকবেন?

সরকারি চাকরিজীবী,

পিআরএলে (অবসর-উত্তর ছুটি) থাকা কর্মচারী,

পুনঃস্থাপিত পেনশনার,

পেনশনভোগী ব্যক্তি,

বরখাস্ত হওয়া কর্মচারী (শেষ মূল বেতনের ৫০ শতাংশের ভিত্তিতে),

জাতীয় বেতনস্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা (চুক্তির আগে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে)।

কারা এই সুবিধা পাবেন না?

যারা বিনা বেতনে ছুটিতে রয়েছেন,

যারা সমগ্র পেনশন সমর্পণ করে এককালীন আনুতোষিক গ্রহণ করেছেন এবং এখনো পুনঃস্থাপনের উপযুক্ত হননি।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি রাজস্ব বাজেটের বাইরে পরিচালিত স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের জন্য এ সুবিধার ব্যয় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

এছাড়া ২০২৩ সালের ১৮ জুলাইয়ের অর্থ বিভাগের আদেশ নম্বর ০৭.০০.০০০০.১৬১.৯৯.০১০.২৩-১৩২ বাতিল করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এটি জারি করা হলো এবং মঙ্গলবার (১ জুলাই ২০২৫) থেকে কার্যকর হবে।

আপনার জেলার সংবাদ পড়তে