সভাপতি: সালাউদ্দিন সম্পাদক: শাহীন

পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৫:১৩ পিএম
পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা কমিটি ঘোষনা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কেন্দ্র অনুমোদিত ১১ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটির সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারন সম্পাদক  মাহমুদ হাসান শাহীন। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রায়হান রাজু, সহসভাপতি মাহদি হাসান, লুৎফর রহমামান লিটন, এস এম ফেরদৌস,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, দপ্তর সম্পাদক খালিদ হাসান ও প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি।

আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি  গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জম্ াদেওয়ার জন্য নির্দেশের উল্লেখ রয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

অনুমোদিত নতুন কমিটির সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল পিরোজপুর জেলা ছাত্রদলকে সুসংগঠিত করার জন্যই এ কমিটি দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা ও জেলা বিএনপির সাথে সমন্বয় করেই আমরা দলকে সুসংগঠিত করতে  কাজ করে যাবো। এ কমিািট ঘোষনার খবর পেয়ে জেলা ছাত্রদল শহরে এক আনন্দ মিছিল বের করে।

আপনার জেলার সংবাদ পড়তে