দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৫:১৫ পিএম
দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের সহযোগীতায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা দাযিত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ নেওয়াজ। দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানা, স্বাস্থ্য ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি মোঃ সালাহউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ প্রমুখ। অনুষ্টানে সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে জানিয়ে বলা হয়, খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়। শেষে গত ১ সপ্তাহে পুষ্টি সপ্তাহের উপরে বিভিন্ন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে