কালিয়াকৈরে ১০ লাখ টাকার জাল নোটসহ টাকা তৈরীর সরঞ্জাম উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
মঙ্গলবার (৩ জুন) র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল সোমবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট, ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল নোট প্রস্তুতকারী। দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরি করে আসছিলেন। পরে এসব জাল নোট অনলাইনভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, র্যাব এক আসামিকে আমাদের থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে জাল টাকা তৈরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।