বরিশালের মুলাদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শোক র ্যালী ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি করা হয়। নেতাকর্মীরা মুলাদী সরকারি কলেজ থেকে শোক র ্যালী বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা করেন। এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু জাহিদ মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য রোকনুজ্জামান রোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইউনুছ হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেমায়েত হাওলাদার, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মির্জা নোমান, মুলাদী সরকারি ছাত্রদলের সভাপতি রিফাত মল্লিক, সাধারন সম্পাদক কাওসার হোসাইনসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।