ধানক্ষেত হতে অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার

এফএনএস (মাসুদ জাহাঙ্গীর; বোচাগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৫:২৭ পিএম
ধানক্ষেত হতে অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার

জেলার বোচাগঞ্জ উপজেলার জালগাঁও গ্রামের দাসপাড়া নামক এলাকার ধানক্ষেত হতে অজ্ঞাত   মহিলার একটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ধারনা করা হচ্ছে ২০ থেকে ২৫ দিন ধরে  মহিলাটির মরদেহ এখানে পড়ে আছে। ঘটনাস্থল থেকে জানা যায় গরুর খাবারের জন্য ঘাস কাটার উদ্দেশ্যে ধানক্ষেত এলাকায় এক ব্যক্তি গেলে সেখানে মহিলার মরদেহটি দেখতে পায়। এভাবেই ঘটনাটি জানাজানি হয় এবং একপর্যায়ে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় থানা

পুলিশ ৩ জুন মঙ্গলবার বেলা ২ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে মরদেহটি  উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন ওয়ারিশ পাওয়া যায়নি এবং কোন মামলা দায়ের হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে