চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোষ্ট স্থাপন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
০৩ জুন ২০২৫ তারিখ সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ বাজার এলাকায় উপজেলা প্রশাসন এর সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট ও উচ্ছেদ অভিযান বসিয়ে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান প্রতিষ্ঠা করার বিরুদ্ধে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান প্রতিষ্ঠা করায় ৯জন দোকানদারকে বিভিন্ন ধারায় ১৮০০০ টাকা জরিমানা করা হয় এবং ৬টি ভ্যান আটক করা হয়। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।