যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউপি সদস্য (মেম্বার) সাত্তার গাজীর বিরুদ্ধে ভিজিএফ’র চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১০ কেজির স্থলে ৭ কেজি করে চাল দেওয়া হয়েছে। সোমবার (৫ জুন) উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরনে অনিয়মের ঘটনা ঘটে। সাত্তার গাজী ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।
প্যানেল চেয়ারম্যান মিলন হালদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লোকসংখ্যা বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানান অভিযুক্ত সাত্তার গাজী। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, সোমবার সকাল থেকে পায়রা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৫টি ওয়ার্ডের ৫০০ কার্ডধারীকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ শুরু করেন সাত্তার গাজী। প্রথমে ঠিক থাকলেও পরবর্তীতে ১০ কেজির স্থলে ৬ থেকে ৭ কেজি পরিমাণ চাল দেওয়া শুরু করেন।
কার্ডধারী একাধীক ব্যক্তির অভিযোগ, মেম্বার সাত্তার গাজী তার নিজেস্ব লোকদের সুবিধা দিতে অনিয়মের আশ্রয় নিয়েছেন। বৃদ্ধ নারী পুরুষদের দীর্ঘ সময় বসিয়ে রেখে ৬ থেকে ৭ কেজি পরিমাণ চাল দিয়েছেন। এই কাজটা তিনি ঠিক করেননি।
এ বিষয়ে ইউপি সদস্য সাত্তার গাজী বলেন, কার্ডের তুলনায় উপস্থিত লাকসংখ্যা বেশি ছিল। যে কারণে চাল বিতরণের সময় পরিমাণে একটু কম দেওয়া হয়েছে। কার্ডধারীদের চালের পরিমাণ কিছুটা কমিয়ে অন্যদেরকে সেই চাল দেওয়া হয়েছে।
পায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযোগ পেয়ে পরিষদে গিয়েছিলাম। যারা চাল পায়নি তাদেরকে সাত্তার গাজী চাল কিনে দিয়েছেন।
এ বিষয় (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।