সাবেক ডিজিএফআই ডিজির কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৫:৫৭ পিএম
সাবেক ডিজিএফআই ডিজির কোটি টাকার সম্পদ জব্দ

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম এবং তার স্ত্রী লুবনা আফরোজের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ অনুসারে, ক্ষমতার অপব্যবহার ও নানা দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ সাইফুল আলম তার নিজের ও পরিবারের সদস্যদের নামে গোপনে সংরক্ষণ করেছেন।

বিষয়টি অনুসন্ধানের জন্য গঠিত দুদকের একটি টিম অনুসন্ধানকালে জানতে পারে, অভিযুক্তরা তাদের মালিকানাধীন ব্যাংক হিসাবসমূহের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। এমনকি ফ্ল্যাট ও নয় তলা ভবন দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পর হেবা দলিলের মাধ্যমে দুই কন্যা ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপনের চেষ্টা চালান।

এই প্রেক্ষাপটে, মঙ্গলবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত সাইফুল আলম ও তার স্ত্রীর নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং কয়েকটি স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন। এসব সম্পদের মধ্যে রয়েছে আশুলিয়ায় অবস্থিত নয় তলা একটি বাড়ি, পল্লবীর একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি। সংশ্লিষ্ট সম্পদের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা।

দুদকের পক্ষে এই আবেদন করেন কমিশনের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক। পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের এই সিদ্ধান্ত দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তকে সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে গৃহীত হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধান চলমান থাকায় সম্পদ অন্যত্র সরে যাওয়ার ঝুঁকি প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে