বাংলাদেশের সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে অবশেষে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৪তম থেকে শুরু করে ৪৮তম বিসিএস পর্যন্ত কয়েকটি পরীক্ষার জট নিরসনে একযোগে পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মধ্য দিয়ে বিসিএস পরীক্ষার পেছনে জমে থাকা অনিশ্চয়তা ও বিভ্রান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রোডম্যাপ ঘোষণা করা হয়। এতে বিভিন্ন বিসিএস পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ উল্লেখ ছাড়াও প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচির কাঠামো উপস্থাপন করা হয়েছে।
পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী—
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে রোববার (৩০ জুন)।
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে রোববার (২২ সেপ্টেম্বর)।
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (১০ ডিসেম্বর)।
অন্যান্য গুরুত্বপূর্ণ সময়সূচি: —
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার (১৯ জুন)। একই সঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হবে।
প্রার্থীদের একাধিক বিসিএস পরীক্ষার সময় যাতে একসঙ্গে না পড়ে, সে কারণে যদি কারও ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে মিলে যায়, তবে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার এক মাস আগে অথবা পরে।
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ জুলাই), ফল প্রকাশ রোববার (২১ জুলাই)এবং চূড়ান্ত ফল রোববার (২২ সেপ্টেম্বর)।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)এবং লিখিত পরীক্ষা শুরু হবে বুধবার (২৭ নভেম্বর)।
সরকারি চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএসকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে পিএসসি। ইতোমধ্যে সোমবার (২৭ মে)গেজেট প্রকাশের মাত্র দুই দিনের ব্যবধানে বুধবার (২৯ মে)বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিসিএসে মোট ৩ হাজার চিকিৎসকনিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জনএবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জনহিসেবে নিয়োগ পাবেন। আবেদন শুরু হচ্ছে শনিবার (১ জুন)সকাল ১০টা থেকে এবং শেষ হবে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায়।
পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাস পরপ্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পরলিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে।
২০২১ সালে প্রাথমিকভাবে ঘোষণা করা ৪৭তম বিসিএসের প্রক্রিয়ায় একাধিকবার স্থগিত ও সংশোধনী আসে। প্রথম দফায় মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে, কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পরিবর্তনেরকারণে তা একাধিকবার স্থগিত হয়। পরে ২২ ডিসেম্বর থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত হয়েছে ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে।
পিএসসি এ পরীক্ষার আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছরনির্ধারণ করেছে এবং প্রথমবারের মতো মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ১০০করা হয়েছে, ফলে মোট নম্বর ১১০০ থেকে কমিয়ে ১০০০ করা হয়েছে।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল শনিবার (১৯ মে ২০২৩) এবং প্রাথমিক ফল প্রকাশ হয়েছিল মঙ্গলবার (৬ জুন ২০২৩)। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ জানুয়ারি ২০২৪থেকে ৩১ জানুয়ারি ২০২৪পর্যন্ত।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার (২৬ এপ্রিল ২০২৪)। ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার (৯ মে)এবং পরে আবার ২৭ নভেম্বরদ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়—যাতে উত্তীর্ণের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৯৭ জন।
৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি হবে শুক্রবার (১ নভেম্বর ২০২৫)এবং আবেদন গ্রহণ চলবে ৩০ নভেম্বর ২০২৫পর্যন্ত।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে এবং প্রার্থীদের মধ্যে কোনো ওভারল্যাপিং না হয়—তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।