ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মহব্বত আলী নামে এক কর্মী হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলামকে। মামলার আসামিরা সবাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি সাইফুল ইসলাম ফিরোজের অনুসারি বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হলেও নানা নাটকীতার পর বুধবার বিকালে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।
১ জুন রোববার সকাল সাড়ে ৮টার দিকে সাইফুল ইসলাম ফিরোজের অনুসারিরা উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় মহব্বতকে কুপিয়ে হত্যা করে। এসময় ঠেকাতে গেলে তার ভাই ইউনুছ আলীকেও কুপিয়ে জখম করে অস্ত্রধারীরা। ইউনুছ আলী বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎধীন রয়েছেন। নিহত মহব্বত উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
গত ১ জুন সকালে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের নেতৃত্বে অস্ত্রধারীরা মহব্বতকে কুপিয়ে খুন করে। মামলার বাদি নিহত মহব্বত আলী ছেলে ইনামুল হক জানান, আমি মঙ্গলবার রাতে ৫৮ জনের নাম উল্লেখ করে একটি এজাহার থানায় দাখিল করেছি। তিনি হতাশা প্রকাশ করে বলেন, আমরা বিএনপি করি। গত ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়েছি। এখন সে সব সন্ত্রাসীরা বিএনপির একটি গ্রুপে যুক্ত হয়ে আমাদের খুন জখমসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা আমার বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আমরা এমন বিএনপি চাইনি, আমরা শান্তি চাই।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি সাইফুল ইসলাম ফিরোজ জানান, আমার কোন অনুসারিরা বিএনপি কর্মীকে হত্যা করেনি। সামাজিক কোন্দলে বিএনপির ওই কর্মী খুনের সিকার হয়েছে। আওয়ামীলীগ সন্ত্রাসী বাবলুর রহমান ঘেনাকে দলে ভিড়িয়ে খুন জখম ও এলাকায় ত্রাস সৃষ্টির প্রশ্নে কেন্দ্রীয় এ নেতা বলেন, ঘেনা বিএনপির কেউ না। সে বিএনপিতে যোগদানও করেনি।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।