মোল্লাহাটে পার্টনার কংগ্রেস

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৬:৪১ পিএম
মোল্লাহাটে পার্টনার কংগ্রেস

২০২৪-২৫ অর্থবছরের "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" কর্মসূচির আওতায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রমেশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও  অধ্যাপক মনিরুজ্জামান শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি, পুষ্টি নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি চর্চার মাধ্যমে গ্রামীণ উন্নয়নের লক্ষ্যেই এই পার্টনার কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তারা আরও বলেন, কৃষকের ক্ষমতায়ন এবং প্রযুক্তির সমন্বিত ব্যবহার নিশ্চিত করলে টেকসই উন্নয়ন সম্ভব।

কংগ্রেসে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, এনজিওকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে একটি মতবিনিময় ও পরামর্শ পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কৃষি ও পুষ্টি খাতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে