আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের ব্যস্ততম সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষসহ ঈদ কেনাকাটা লোকজন। ঠিক তখনই গফরগাঁও জামায়াতের একদল স্বেচ্ছাসেবক জামতলা মোড় ও পাটমহল সড়কে যেভাবে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করে যানজট নিরসনে ভূমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়।
এদিকে জামায়াত নেতা কর্মীদের সঠিক ট্রাফিক ব্যবস্থাপনায় অনেকটা ভোগান্তি কমছে বলে দাবী করেছেন গাড়ি চালক, যাত্রী সাধারণ ও চলাচলরত সাধারণ মানুষ।
সরজমিনে দেখা গেছে, ঈদুল আজহার উপলক্ষে পৌরশহরের বিভিন্ন মার্কেট ও বিপণীবিতানের সামনে সড়ক জামতলা মোড়, স্টেশন রোড , কলেজ রোড ও শিবগঞ্জ রোড এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট । থেমে থেমে চলছে গাড়ির চাকা। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখা। পৌর এলাকার জামতলা মোড় ও পাটমহল সড়কে নিয়োগ দিয়েছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের একদল স্বেচ্ছাসেবী ট্রাফিককর্মী। ফলে কমেছে যানজট। কিছুটা স্বস্তি নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছেন সাধারণ মানুষ।
স্বেচ্ছাসেবক তানভীর আহমেদ খলিল বলেন, এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড শুধু সংগঠনের ভাবমূর্তিই উজ্জ্বল করে না, বরং সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবতার চর্চা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে।
গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর
আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, ঈদ উল ফিতরের মতো ঈদুল আজহাকে সামনে রেখে ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই আমাদের নেতা কর্মীদের ট্রাফিক ব্যবস্থাপনায়
কাজে লাগানো হয়েছে। ঈদের আগের দিন রাত পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করবে।