বরিশালের আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন পরিষদ সদস্যার বিরুদ্ধে ঈদের ভিজিএফ চাল ও টিসিবি’র পণ্য বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে সুবিধা বঞ্চিত এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ সংরক্ষিত (মহিলা) সদস্যা উষারানী রায় ঈদুল আযহার বরাদ্দকৃত ভিজিএফ চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করছেন। এছাড়াও টিসিবি’র পণ্য বিতরনের তালিকায় দরিদ্রদের পরিবর্তে আ.লীগ থাকার অভিযোগ উঠেছে। রোববার রাতে আস্কর বাজারের ইউপি সদস্যা উষারানী রায়কে সুবিধা বঞ্চিতরা ক্ষোভে ফেঁটেপরে উত্তেজনা সৃষ্টি হয়।
৮নং ওয়ার্ডের শংকর পান্ডে, উপেন পান্ডে ও ৯ নং ওয়ার্ডের নারগিস বেগম বলেন, ইউপি সদস্যা উষারানী রায় আ.লীগের সময় নিজের লোকজনদের মাঝে চাল দিয়ে। এখনও ভিজিএফ চাল ও টিসিবি’র পণ্য তার নিজের লোকজন ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সমর্থিত লোকজনের মাঝে বেশিবিতরণ করছেন। তিনি নিজেও আওয়ামীলীগ।
বাগধা ইউনিয়নে তদারকি (ট্যাগ) কর্মকর্তা মো.আমিনুল ইসলাম বলেন, ঈদের ভিজিএফ চাল বিতরণ আমি উদ্বোধন করেছি। কিন্তু টিসিবির নিত্যপন্য বিতরনের ব্যপারে ডিলার আমাকে কিছুই জানায়নি। কোন অনিয়ম হয়ে থাকলে তার দায়িত্ব ইউনিয়ন পরিষদের।
এব্যাপারে অভিযুক্ত মহিলা ইউপি সদস্যা উষারানী রায় বলেন, যে কোন ঈদে সরকার থেকে বরাদ্ধকৃত চাল ৭,৮,৯ নং ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। কার্ড বিতরনে কোন দল দেখা হয় না। আমার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অভিযোগ করছেন।
বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, আমি সকল ইউপি সদস্য ও বিএনপি নেতাদের নিয়ে সিদ্বান্ত নিয়েছি মুসলিম দরিদ্রের অগ্রধিকার দিতে হবে ভিজিএফ চাল বিতরনে। টিসিপি’র কার্ড বিতরনে অনলাইন সমস্যার কারনে অনেকে পায়নি।
এবাপারে ইউএনও ফারিহা তানজিন বলেন, আমার বিষয়টি জানানেই। তবে অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।