ইসলামপন্থী মজলুম ব্লগার শাফিউর রহমান ফারাবিসহ সকল মজলুম বন্দীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নাসিরনগরের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় শহীদ হাফেজ ইমরান চত্ত্বরে এসে শেষ। পরে মাওলানা হোসাইন আহমেদ নুরপুরীর সভাপতিত্বে মাওলানা বোরহান উদ্দিন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা মুফতি আবদুল্লাহ বিন সাঈদ,ফখরুল ইসলাম বিশাল,মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা সাব্বির আহমেদ,মোজাহিদুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,বিগত শেখ হাসিনা সরকারের আমলে ইসলামিক ব্লগার শফিউর রহমান ফারাবিকে কেবল ইসলামপন্থী লেখালেখির কারণে গ্রেফতার করা হয়।কথিত ‘জঙ্গিবাদ বিরোধী অভিযানের’ নামে অনেক দ্বীনদার ও সাধারণ মুসলমানকে গায়েবি মামলায় গ্রেফতার ও দন্ডিত করা হয়েছে। অতিশীঘ্রই শফিউর রহমান ফারাবীসহ সকল মজলুম বন্দীদের মুক্তির দাবি জানান তারা। অন্যত্রায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমেদ নুরপুরী।