বাবুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৩:৫৫ পিএম
বাবুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আক্তার হোসেন খোকার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও মামলায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র আয়োজনে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছেন। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আরিফ আহাম্মেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সিনিয়র সহ সভাপতি হাফেজ মুহাম্মাদ সাইফুল ইসলাম,  সহ সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, শফিকুল ইসলাম, আহত আক্তার হোসেন খোকার বোন লাভলী আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,  দপ্তর সম্পাদক আল আমিন, সহ সাংগঠনিক রফিকুল ইসলামসহ সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে