চট্টগ্রামের সন্দ্বীপে শিউলী আক্তার শিল্পী নামের এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালের স্ত্রী। বুধবার ভোর সাড়ে চারটায় উপজেলার রহমতপুর ইউনিয়নে নিজ বাড়িয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আক্রমনের শিকার হন শিল্পী।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘শিল্পী ফজরের নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হয়েছিলেন। তার ঘরের কিছু দূরেই পানির কলঘর। সেখান থেকে অজু করে ফেরার পথে কয়েকজন মিলে তার গলায় চুরি চালিয়ে তাকে সেখানে ফেলে চলে যায়। এসময় তার চিৎকার চেঁচামেচি শুনে তার দেবরের স্ত্রী ও ছেলে বের হয়ে আসে। তিনি তাদের বলছিলেন চার-পাঁচজন মিলে তাকে জবাই করে দিয়ে গেছে। এর পরেই তার কথা বলা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। সাড়ে ৫ টায় তাকে সন্দ্বীপের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।’
শিল্পীর স্বামী মশিউর রহমান বেলাল জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ছিলেন। ৫ আগস্টের পর থেকে সন্দ্বীপের অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মত তিনিও বাড়ি ছাড়া। তবে কারা কেন এই হামলা করেছে বুঝতে পারছেন না স্বজনরাও।