সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তদিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে মধ্যে রয়েছে ৯ জন পুরুষ, ২২ জন নারী ও ১ জন শিশু।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাঁদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজয়পুর বিওপির ১১৪৮ মেইন পিলার হতে ১১৪৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে বাংলাদেশী ৩২ জনকে গভীর রাতে পুশইন করলে তাদের আটক করে বিজিবি। তাদের পরিচয় সনাক্তের পর থানায় হস্তান্তর করা হয়। এরা টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবারিয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুশইন হওয়া বাগেরহাটের বাসিন্দা মাহমুদা আক্তার জানান, নয় মাস আগে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন কাজ করতেন। গত ২৫ দিন আগে তাকে বাসা থেকে আটককরে নেওয়া হয়। এতদিন আটকে রেখে এরপর বিমানে দেশে পাঠানোর কথা বলে সব কিছু রেখে এক পোশাকেই গতকাল রাতে আঁধারে বাংলাদেশে পুশইন করা হয়।
নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল আউয়াল জানান, তারা কেউ ১০ বছর, কেউ ৫ বছর বা বিভিন্ন মেয়াদে ভারতে ডুককেছিলো। গতকাল রাতে তাদের পুশইন করা হয়। তাদের পরিচয় সনাক্তের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুশইন ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের উর্ধতন কর্তৃপক্ষ কর্তৃক যোগাযোগ অব্যাহত রয়েছে। আমাদের দাবী জানানো হয়েছে যদি তারা আমাদের বাংলাদেশের নাগরিক হন তাহলে তারা যেন সঠিক নিয়মে আনুষ্ঠানিকভাবে দেন।