কিশোরগঞ্জে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৪ জুন, ২০২৫, ০৬:৪৭ পিএম | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৬:৪৭ পিএম
কিশোরগঞ্জে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী-কুলিয়ারচরে খাদ্য গুদামে সরাসরি কৃষকদের নিকট হতে ধান সংগ্রহ অভিযান কয়েকদিন ধরে চলছে। তবে নিকলী উপজেলাটির হাওর অধ্যুষিত উপজেলা। এই উপজেলার খাদ্য গুদামে এই পর্যন্ত প্রায় ৫০ টন ধান সংগ্রহ হয়েছে। এদিকে কুলিয়ারচর উপজেলায় গত কয়েকদিন আগে ধান সংগ্রহ করেছে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ মুকুল। অন্যদিকে বাজিতপুর উপজেলার দুটি খাদ্য গুদাম রয়েছে। সরারচর খাদ্য গুদামে আজ বুধবার সকাল ১১টার দিকে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এর উপস্থিতিতে দুইজন কৃষকের নিকট থেকে ৬ টন ধান সংগ্রহের উদ্ভোধন করেন। বাজিতপুর উপজেলা পরিষদ সংলগ্ন খাদ্য গুদামে কয়েক টন ধান সংগ্রহ হয়েছে বলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের নিশ্চিত করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে