হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৬:৫৫ পিএম
হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেইসাথে বন্দরের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান । 

তিনি জানান,কোরবানী ঈদ উপলক্ষে আগামীকাল ৫ জুন বৃহস্পতিবার থেকে ১৪ জুন শনিবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন রবিবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে। হিলি কাস্টমস,আমদানি-রপ্তানিকারক গ্রুপ, ভারত হিলি কাস্টমস ক্নিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টসহ আমদানি-রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্টদের চিঠি মারফতে ইতোমধ্যে জানানো হয়েছে। 

হিলি কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, ব্যাবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ওই ১০ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা যথারীতি চালু থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান,ঈদে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ঢধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে