হাটহাজারীতে জাতীয় পুস্টি সপ্তাহ উপলক্ষে পুরুস্কার বিতরণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৬:৫৮ পিএম
হাটহাজারীতে জাতীয় পুস্টি সপ্তাহ উপলক্ষে পুরুস্কার বিতরণ

চট্টগ্রামের  হাটহাজারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, এতিম খানায় খাবার বিতরণ এবং সমাপনী দিবসে আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অনুষ্ঠানের আয়োজন করেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পুষ্টি কমিটির সভাপতি এবিএম মশিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুসলিম উদ্দিন, কনসালটেন্টবৃন্দ, মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার সহ সকল  কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে