লৌহজং নদীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের বোয়াল

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) :
| আপডেট: ৪ জুন, ২০২৫, ০৭:১২ পিএম | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৭:১২ পিএম
লৌহজং নদীতে ধরা পড়ল ২৭ কেজি ওজনের বোয়াল

টাঙ্গাইলের ভূঞাপুরে ধরা পড়েছে ৫ ফুট লম্বা ২৭ কেজি ওজনের বোয়াল মাছ। বুধবার (৪ জুন) ভোরে উপজেলার যমুনা নদীর শাখা লৌহজং নদীর রায়ের বাসালিয়া এলাকা থেকে বোয়ালটি ধরেন আব্দুর রশিদ মেম্বার ও তার সহযোগীরা। পরে ২৬ জন ব্যক্তি বোয়ালটি সমহারে ভাগ করে নেন। 

আব্দুর রশিদ জানান, মঙ্গলবার রাতে তারা কয়েকজন মিলে লৌহজং নদীতে বাঁশ দিয়ে বেড়া দেন। বুধবার ভোরে বিশাল সাইজের ডিমওয়ালা আষাঢ়ে একটি বোয়াল সেই বেড়ার কাছে আসলে লোহার ধারালো জুইতা দিয়ে আঘাত করে বোয়ালটিকে ধরা হয়। ৫ ফুট উচ্চতার বোয়ালটির ওজন ২৭ কেজি। পরে তা ২৬ জন সমানভাবে ভাগ করে নেন।

তিনি আরও জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বোয়ালটি লৌহজং নদীতে আসে। প্রতিবছর এ সময়ে বিভিন্ন সাইজের প্রচুর পরিমাণ বোয়াল ধরা পড়ে। এসব বোয়ালকে আষাঢ়ে বোয়াল বলে।

আপনার জেলার সংবাদ পড়তে