চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানের কেন্দ্র মিলনায়তনে এ উপহার বিতরণ করা হয়।
শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাটহাজারী উপজেলা ইউএনও এবিএম. মশিউজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. আলী আকবর ও নিজাম মোর্শেদ চৌধুরী এবং ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গমন কান্তি দে-র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো. আবরাহাম। এরপর পবিত্র জিলহজ্জ মাসের গুরুত্ব এবং আসন্ন ঈদুল আজহার মাহাত্ম্য ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র নিবাসী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়
এতে দোয়া মাহফিল পরিচালনা করেন ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও কেন্দ্রের ধর্মীয় শিক্ষক হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন।
উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।’