বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী
| আপডেট: ৪ জুন, ২০২৫, ০৭:৫১ পিএম | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ০৭:৫১ পিএম
বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ
রাজশাহীর বাগমারায় অনগ্রসরদের আর্থিক ও চিকিৎসা খাতে চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পরিবারের মাঝে উপজেলা সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাতে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারে সেজন্য তাদেরকে উপবৃত্তি দেয়া হচ্ছে। পাশাপাশি তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসার জন্যেও চেক প্রদান করা। উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক ও ১১ জন অসহায়, দুস্থদের মাঝে চিকিৎসার জন্য চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। উপজেলা পরিষদের সামনে উপকারভোগীদের হাতে চেক তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রতিনিধি সমরেশ কুমার সরকার,আশরাফুল ইসলাম প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে