গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অব্যাহত যানজট নিরসনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ব্যবসায়ী সমিতি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। ৪ জুন বুধবার বিকালে সংশ্লিষ্টরা যৌথ ভাবে সরেজমিনে পরিদর্শন করে সচেতনতা বৃদ্ধি ও পরামর্শ দিয়েছেন। উপজেলা সদর বাজার সংলগ্ন সড়কে এলোপাথাড়ি ভাবে অটোরিকশা, ভ্যান ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় থামিয়ে রাখার ফলে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। ফলে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ ক্রেতারা চরম দুর্ভোগের শিকার হন। প্রশাসনের উদ্যোগে সৃষ্ট যানজট সমস্যা নিরসনে গণসচেতনতামূলক পদক্ষেপ নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে সদর রোড পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জয়নাল আবেদীন মন্ডল, থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, থানার এসআই আমিনুল ইসলাম প্রমুখ। এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা অটোরিকশা, ট্রাক, ভ্যান ও দোকানের বাইরে মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাবিক্রেতা এবং জনসাধারণকে যানজট নিরসনে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। ভারী যানবাহনকে সকাল-সন্ধ্যা বাজার রোড ব্যবহার না করে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।#