আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে কোরবানির পশুর মাংস কাটার কাজে ব্যবহৃত তেঁতুল কাঠের খাইটার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার খাইটা প্রস্তুতকারক ও বিক্রেতারা জানাচ্ছেন, প্রতি বছর ঈদুল আজহার আগমুহূর্তে খাইটার বাজারে এক ধরনের মৌসুমি ভিড় লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তেঁতুল কাঠ শক্ত ও টেকসই হওয়ায় পশু জবাইয়ের পর মাংস কাটাকাটিতে এটি বেশ কার্যকর। ফলে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের হাট-বাজারেও এর চাহিদা দেখা যাচ্ছে। ভূঞাপুর উপজেলার একজন খাইটা বিক্রেতা মো. সিহাব উদ্দিন জানান, “এই মৌসুমেই আমাদের বছরের বেশির ভাগ বিক্রি হয়। তাঁতুল কাঠের খাইটার চাহিদা বেশি কারণ এটি বেশি দিন টিকে। আমরা এখন অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছি।” বিক্রেতারা বলছেন, প্রতি খাইটার দাম আকারভেদে ২৫০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে চাহিদা বেশি থাকায় কিছু কিছু ক্ষেত্রে দামও কিছুটা বেড়েছে। এই চাহিদাকে পুঁজি করে অনেকেই মৌসুমি ব্যবসা শুরু করেছেন। তেঁতুল কাঠের সরবরাহ সচল থাকলে এই শিল্পের সঙ্গে জড়িতরা ভালো লাভের আশা করছেন।