রাজশাহীতে ভারতীয় ভিসা প্রার্থীর সাথে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৩:১৩ পিএম
রাজশাহীতে ভারতীয় ভিসা প্রার্থীর সাথে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
রাজশাহীতে ভারতীয় ভিসা প্রার্থীর সাথে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই প্রতারকের নাম মেহেদি হাসান রনি (২১)। বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে মহানগরীর বর্ণালী মোড়ের তাসনিয়া ট্রাভেলস বিডি নামের একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থেকে রনিকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁর মান্দা উপজেলার মুর্শিদপুর গ্রামের নিমাই প্রামাণিক নামে একজন ব্যক্তি একমাস পূর্বে চিকিৎসা ভিসার জন্য তাসনিয়া ট্রাভেলস বিডির সাথে যোগাযোগ করেন। এরপর এ প্রতিষ্ঠানটির মালিক রিপন ভিসার আবেদন সম্পন্ন করেন। রিপন এসময় ভারতীয় ভিসা পাওয়ার জন্য নিমাই প্রামাণিকের কাছে ১০ হাজার টাকা নেন। নিমাই প্রামাণিক জানান, একমাস পূর্বে আবেদন করে ভিসা না পেয়ে তিনি বৃহস্পতিবার সকালে রাজশাহীতে ভারতীয় ভিসা অফিসে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপর ভিসা অফিসের কর্মকর্তারা বিষয়টি পুলিশকে অবগত করেন। ভারতীয় ভিসা অফিস সংলগ্ন তাসনিয়া ট্রাভেলস বিডি নামের ওই প্রতিষ্ঠানটিতে পুলিশ হানা দিলে মালিক রিপন পালিয়ে যায়। এসময় রিপনের সহযোগী রনিকে গ্রেপ্তার করে পুলিশ। রাজশাহী নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই আল মামুন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নিমাই প্রামাণিক থানায় অভিযোগ করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে প্রতারক রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এদিকে এ ঘটনার পর রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন। তিনি বলেন, আমরা স্বচ্ছতার সাথে ভিসা প্রদান করি। তবে একটি চক্র প্রায়শই ভিসা আবেদনকারীদের সাথে প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। আমরা প্রতারণা বন্ধে সব সময় সতর্ক রয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আমরা ভিসা প্রার্থীদের সরাসরি সহযোগিতা করতে চাই। তাদের সেবা দিতে চাই। ভিসা প্রার্থীরা যেন কোনো ভাবে প্রতারণার শিকার না হয়।
আপনার জেলার সংবাদ পড়তে