রাজশাহীর বাঘায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের ডিএসই আব্দুল লতিফ। অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান।
কৃষি সমপ্রসারন অফিসার সোহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক শফিকুল ইসলাম ছানা, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, কৃষি সমপ্রসারন অফিসার কাউসার আহমেদ, প্রকল্প অফিসার মাহমুদুল হক প্রমুখ।