শেরপুরের নকলায় ফাহিম মিয়া (২০) নামে বালুটানা মাহিন্দ্র ড্রামট্রাকের (লড়ি) চালক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। তিনি জামালপুর জেলার লহ্মীরচর ইউনিয়নের বারোমারি গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। বৃহস্পতিবার (৫ জুনা) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের উত্তর পাঠাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের নারায়নখোলা ঘাট থেকে কালাম মিয়া নামের এক মাটি ব্যবসায়ীর মাধ্যমে মাহিন্দ্র ড্রামট্রাক দিয়ে বালু এনে পাঠাকাটা গ্রামের ফরিদুল ইসলামের জমি ভরাট করা হচ্ছিল। এ সময় বালুবাহী ড্রামট্রাকের চালক সুইচ টিপে ড্যাম্পার উঠিয়ে জমিতে বালু ফেলার সময় ড্যাম্পারটি পাশ দিয়ে টানা বিদ্যুতের লাইনের তারের সাথে লেগে যায়। এতে পুরো ড্রামট্রাকটি বিদ্যুতায়িত হয় এবং চালক ফাহিম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কাজ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।