লাউহাটিতে সামাজিক সমস্যা সমাধানে প্রশাসনের মতবিনিময়

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৭:১১ পিএম
লাউহাটিতে সামাজিক সমস্যা সমাধানে প্রশাসনের মতবিনিময়

টাঙ্গাইলের দেলদুয়ারে লাউহাটী ইউনিয়নে তাতশ্রী এবং কাতুলী গ্রামে আগামী ঈদুল আযহা নামাজ ও  কোরবানীর জায়গা নির্ধারন  সহ  বিবাদমান দুই পক্ষের বিরোধ নিরশনকল্পে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার  সাব্বির আহমেদের নেতৃত্বে  গত মঙ্গলবার  দিনব্যাপী  পৃথক ভাবে  কাতুলী  ও তাতশ্রী গ্রামের মানুষের সাথে মতবিনিময় সভা করেন।  সবাই উভয় পক্ষের আলোচনা শেষে তাতশ্রী গ্রামের  কাইয়ুম, তোতা, রতন গ্রুপের  অনুসারীরা  পুরাতন মসজিদে  ও দুলাল , রহিম, গফুর গ্রুপের অনুসারীরা  নতুন মসজিদে   এবং কাতুলী গ্রামের জাহাঙ্গীর, শাহিনুর  গ্রুপের  অনুসারীরা  কাতুলী মসজিদে  রফিক গ্রুপের অনুসারীদের সাথে একত্রে ঈদের জামাতের নামাজ আদায়  করবেন।  ও শান্তি পূর্ণভাবে  পৃথক পৃথক  স্থানে কোরবানি পশু  জবাই করবেন  বলে প্রশাসন  ও আইন-শৃঙ্খলা  বাহিনীকে আশ্বস্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাব্বির আহমেদ  বলেন আমরা  চাই আপনারা  সবাই মিলে মিশে হাসি খুশি উৎসাহ   আনন্দ নিয়ে  ঈদুল আযহা উদযাপন করেন।ঈদের দিন আমরা আপনাদের গ্রামে আসবো এবং আপনাদের সাথে ঈদ করবো।  এসময় উপস্থিত ছিলেন

দেলদুয়ার  নাগরপুর কোম্পানি কমান্ডার মেজর রুহুল, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শোয়েব খান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান (চানখাঁ),সাধারন সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ,  সাবেক উপজেলা চেয়ারম্যান শফি উদ্দিন  বালা, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ফিরোজ, উপজেলা যুবদলের আহবায়ক শিপলু তালুকদার, উপজেলা জামাতে  ইসলামের ভারপ্রাপ্ত আমির, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

উল্লেখ্য ২০২১ সালে মসজিদের হিসাব,মাদ্রসা  ও  সামাজিক বিভিন্ন  বিষয় নিয়ে  ওই গ্রামে দ্বন্দ্বের সৃষ্টি হয় , এরপর  থেকে মসজিদে  নামাজ পড়া, কুরবানী দেওয়া, কবরস্থানে  লাশ দাফন করা নিয়ে একজন আরেকজনকে বিভিন্ন ভাবে বাধা প্রয়োগ করে এতে রক্ত ক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে  ঈদের দিনও  ১৪৪  ধারা জারিও করেছেন একাধিকবার।

আপনার জেলার সংবাদ পড়তে