ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্ত্রী সন্তানসহ নিহত ৩

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৭:২৮ পিএম
ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্ত্রী সন্তানসহ নিহত  ৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ভাটই-ফুলহরি সড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  স্ত্রী সন্তানসহ নিহত হয়েছেন গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী।  নিহত ব্যক্তি শৈলকূপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের  তোজাম  আলী জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও ৫ বছরের শিশু সন্তান মাহিমকে নিয়ে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌছালে একটি বালি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহিম। গুরুতর আহত অস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে  উদ্ধার করে ঝিনাইদহ  সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস  জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী, সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তিনি আরো জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। এদিকে মাইলমারী গ্রামের লিঠন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের মার্কেট করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে