গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বতী কালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গাইবান্ধার পলাশবাড়ীতে আগমনস্থলের স্থানসমূহ পরিদর্শন করলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে তিনি পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজারের চামড়া হাটসহ বিভিন্ন স্থানসমূহ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ হাট ইজারাদার, চামড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত স্থান পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে হেলিপ্যাড, পৌরশহরের ৯নং ওয়ার্ডের হিজলগাড়ী পানহাটির পাশে এবং কালীবাড়ি হাটে স্থাপিত অস্থায়ী চামড়া সংরক্ষণাগার পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি চামড়া সংরক্ষণ, পরিবহন ও বিপণনের সার্বিক অবস্থা পর্যালোচনা ছাড়াও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি চামড়া ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সরকারি নির্দেশনা অনুযায়ী চামড়ার দাম নির্ধারণসহ যথাযথ সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা আগামী বুধবার (১১ জুন) সকাল ১০টায় জয়পুরহাট হতে গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন। পলাশবাড়ীতে অবস্থান কালে তিনি কোরবানির পশু’র কাঁচা চামড়ার স্থায়ী/অস্থায়ী সংরক্ষণাগার ও স্থানীয় মোকাম/বাজার পরিদর্শন করবেন। পরবর্তীতে দুপুর ১২টায় তিনি ময়মনহিংসের উদ্দেশ্যে গাইবান্ধার পলাশবাড়ী ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।