কিশোরগঞ্জের নিকলীতে আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ এডভোকেট মানিক মিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, যারা জিয়ার আদর্শে লালন করেন তারা কখনো দূর্নীতির সাথে থাকতে পারবে না। এছাড়া তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে আহ্বায়ন জানান। বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, এডভোকেট জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার পরশ মাহমুদ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।