পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৯ পিএম
পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। আজ সোমবার সকাল ৬.৩০ টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির পরেই স্থানীয় বলেশ্বর নদী ঘাটের শহীদস্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। 

এসময়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ছাড়াও জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে মাল্য দেন। সকাল ৯.৩০ টায় স্থানীয় সরকারী বালক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মেলা মাঠে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।










0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে