মোরেলগঞ্জে রাসেল এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির প্রতিবাদ সভা

এফএনএস (শেফালী আক্তার রাখি; বরগুনা) : | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৮:০৪ পিএম
মোরেলগঞ্জে রাসেল এর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির প্রতিবাদ সভা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম সহ বিএনপি নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় নব্বইরশী বাসষ্ট্রান্ডে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বক্তৃতা করেন উ পেজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,  শ্রমীক দল নেতা মাসুদ খান চুন্নু, উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন, বিএনপি নেতা আবজাল হোসেন জোমাদ্দার, মতিউর রহমান বাচ্চু, আব্বাস মুন্সী, খেলাফত হোসেন খসরু, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৭ বছর ধরে যারা দলের কর্মীদের খোঁজ রাখেনি। বিএনপি নেতা দলের দক্ষ সংগঠক রাসেল আল ইসলামের নামে ষড়যন্ত্রমূলক মামলা সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঈদের পরে দলীয় কর্মীরা গণ আন্দোলনের কর্মসূচি দিবেন।

আপনার জেলার সংবাদ পড়তে