সাতক্ষীরার বাইপাস সড়কের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ জুন, ২০২৫, ০১:৪৩ পিএম
সাতক্ষীরার বাইপাস সড়কের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরা বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ব্যাগভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে এই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জিহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে একটি ব্যাগে বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর আনুমানিক ২৫ থেকে ৩০টি হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, যৌথবাহিনী আসার পর বিষয়টি আমরা জানতে পারি। পরে একটি ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এতে স্বাভাবিকভাবেই মানুষ আতংকিত হয়ে পড়ে।

আপনার জেলার সংবাদ পড়তে