দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে ফ্রিজ কিনতে গিয়ে এক গ্রাহককে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। এ ঘটনাটি গত ৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যার পর রানীরবন্দর বাজারের বিশ্বাস মার্কেটের মা ইলেকট্রনিক্স ও ওয়ালটন শোরুমে ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের গুলিয়ারা শাহাপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে শাহিনুর রহমান (৪৫) রানীরবন্দর ওয়ালটন শো-রুমে একটি ফ্রিজ কিনতে আসেন। এ সময় ফ্রিজের দাম নিয়ে শো-রুম কর্তৃপক্ষের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে শোরুম মালিকের প্ররোচনায় সেলসম্যানরা ক্রেতা শাহিনুর রহমানকে ব্যাপক মারপিট করে গলা চেপে ধরলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তি একটি ক্লিনিকে নিয়ে গেলে, সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। দিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। এ ঘটনায় পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর টহলদল ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। স্থানীয় জনতা ও সেনাবাহিনীর টহলদল অভিযুক্ত সন্দেহে ৪ জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শো রুম মালিকের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ না হওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ বলেন, উক্ত ঘটনায় হত্যা মামলা রুজু হয়েছে। এজাহার নামীয় দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় জনতা ৪ জনকে আটক করে থানায় দিলেও ২ জনের নামে এজাহারে উল্লেখ না থাকায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটির আরো অধিকতর তদন্ত করে প্রকৃত দোষী চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।