চরভদ্রাসনে বিজয় দিবসে পুস্প স্তবক অর্পন সম্পন্ন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ পিএম
চরভদ্রাসনে বিজয় দিবসে পুস্প স্তবক অর্পন সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সোমবার প্রথম প্রহরে মহান বিজয় দিবস-২০২৪খ্রি. উপলক্ষ্যে স্বাধীনতা শ্রদ্ধা জানিয়ে পুস্প স্তবক অর্পন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বিন ফয়সল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী ও থানা অফিসার ইনচার্জ আব্দুল গাফ্ফারের উপস্থিতিতে একে একে উপজেলা স্বাধীনতা ভাস্কার্যের শহীদ বেদীতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

জানা যায়, এ পুস্প স্তবক অর্পন পর্বের মধ্যে প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, বীর মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, সাব-রেজিষ্ট্রারের কার্যালয়, উপজেলা বিএনপি ও অংগসংগঠন দল, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা জামায়াত ইসলামী, উপজেলা জাকের পার্টি, উপজেলা ফয়ার সর্ভিস ও চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান একে একে মুক্তিযোদ্ধ ভাস্কার্যে পুস্প স্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে