কোচের সাথে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ৩, আহত ৩

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) :
| আপডেট: ৬ জুন, ২০২৫, ০৭:২৫ পিএম | প্রকাশ: ৬ জুন, ২০২৫, ০৭:২৫ পিএম
কোচের সাথে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ৩, আহত ৩

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের দোকানঘর নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী কোচের সাথে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৩ এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য তাদের রংপুরে নেয়া হয়েছে।

শুক্রবার (৬ মে) বিকেল পৌণে ৩ টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। গাইবান্ধা থেকে ঢাকাগামী রিতু পরিবহনের একটি কোচ ওই স্থানে পৌঁছে।এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রী ভর্তি একটি ইজিবাইককের সাথে বিকট শব্দে কোচটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ৩ যাত্রী নিহত এবং অপর ৩ জন গুরুতর আহত হন।

নিহতরা  হলেন উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে ইজিবাইক চালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত (১৮) এবং  ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুরুল (১৮)। আহত ৩ যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপা- -তালে স্থানান্তর করা হয়।

ঘাতক কোচটি আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়েছে বলে জানান পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো। ঈদ পূর্ব এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৩ জন গুরুতর আহতের হৃদয় বিদারক ঘটনায় অত্রালাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে