মহান বিজয় দিবসে পিরোজপুরে বর্ণাঢ্য বিজয় র্যালী করেছে জামায়াত ইসলামী। আজ সোমবার সকাল ১০.৩০ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলা শহরে কয়েক সহস্রাধিক নেতা-কর্মীর অংশগ্রহনে এ র্যালী বের হয়। র্যালীটি স্থানীয় বাইপাস সড়ক আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরান কাপুড়িয়া পট্টিতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়।
সেখানে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন ৭১ এ স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়। কিন্তু দেশে বৈষম্য থেকে যায়। দেশে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়, হত্যা করা হয় গণতন্ত্রকে। জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। দেশের মনুষ তথা রাজনৈতিক দলগুলো চায় মানুষের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে একটি প্রকৃত গণতানিন্ত্রক রাষ্ট্র।
সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক শেখসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।